বিএফআইইউর সঙ্গে সিআইডির সমন্বয় সভায় উপস্থিত কর্মকর্তারা। ছবি: পুলিশ নিউজ

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি, ফরেন এক্সচেঞ্জ অপারেশন্স ও আইন বিভাগের সঙ্গে সিআইডির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিআইডির কনফারেন্স রুমে সিআইডির প্রধান ও অতিরিক্ত আইজি মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম সভায় সভাপতিত্ব করেন।

এতে যৌথ অভিযান পরিচালনা, সিআইডি এবং বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ইউনিটের সদস্যদের দক্ষতা উন্নয়নের জন্য যৌথ প্রশিক্ষণ, বিদেশে পণ্য আমদানি-রপ্তানিসহ অন্য উপায়ে সংগঠিত মানি লন্ডারিং, বৈধ মানি চেঞ্জারের অবৈধ ব্যবসা এবং অবৈধ মানি চেঞ্জারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। এ ছাড়াও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, বিদেশ থেকে অপ্রত্যাবাসিত অর্থের বিষয়ে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি সিআইডিও অনুসন্ধান ও মামলা করবে।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেড অব বিএফআইইউ মাসুদ বিশ্বাস, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কুসুম দেওয়ানসহ অনেকে।