জব্দ করা চেতনানাশক বড়ি ও ভ্যাসলিন। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে অজ্ঞান ও মলম পার্টির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) তেজগাঁও বিভাগ। এ সময় তাঁদের কাছ থেকে ৬০টি চেতনানাশক বড়ি ও ঝাঁজালো পদার্থমিশ্রিত তিনটি ভ্যাসলিন জব্দ করা হয়।

সোমবার (২৯ মে) বিকেলে মোহাম্মদপুর থানাধীন শ্যামলী শপিং সেন্টারের সামনে থেকে আসামি মো. শিপন মুন্সি, মো. রুবেল ও মো. আজিমকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিচ উদ্দীন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, খাবার ও পানীয়র সঙ্গে কৌশলে চেতনানাশক বড়ি মিশিয়ে যাত্রী ও পথচারীদের খাওয়াতেন। এ ছাড়া ঝাঁজালো পদার্থমিশ্রিত ভ্যাসলিন চোখে লাগিয়ে টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালপত্র লুট করতেন।

মোহাম্মদপুর থানায় করা মামলায় আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।