মামলার অগ্রগতি বিষয়ে ব্রিফ করেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম (বার)। ছবি: বাংলাদেশ পুলিশ

হত্যা মামলা দায়েরের পাঁচ দিনের মধ্যে রহস্য উদঘাটন করেছে ঢাকা জেলা পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আসামিদের নাম মনির হোসেন ওরফে মনির কসাই (৩০) ও হাবিব মোল্লা।

ডিবির অভিযানে গ্রেপ্তার দুই আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

ঢাকা জেলা পুলিশ জানায়, ২৫ মে রাত ৮টার দিকে পলাশ চন্দ্র মিস্ত্রী (৩৭) নামের এক ব্যক্তি আশুলিয়ার খেজুরবাগানে কর্মস্থল থেকে বেরিয়ে বাসায় ফেরার পথে সাভার মডেল থানার সিএন্ডবি মোড়ের পশ্চিম পাশের ফুটওভারব্রিজের নিচে ঢাকা-চন্দ্রা মহাসড়কে ছিনতাইকারীর কবলে পড়েন। এ সময় ছিনতাইকারীরা পলাশকে ছুরিকাঘাত করে। পরে তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার। ছবি: বাংলাদেশ পুলিশ

এ ঘটনায় নিহত পলাশের ভাই পরদিন ২৬ মে সাভার থানায় মামলা করেন। পরে ঢাকা জেলা ডিবির (উত্তর) একটি দল সাভার মডেল থানা এবং আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে মনির ও হাবিবকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।