ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন শেরপুর জেলার নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। ছবি : বাংলাদেশ পুলিশ

শেরপুর জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২২ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

নিয়োগ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। ছবি : বাংলাদেশ পুলিশ

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন শেরপুর জেলার নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন পুলিশ সুপার। সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যগণকে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

ব্রিফিং প্যারেডে বক্তব্য দিচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সোহেল মাহমুদ পিপিএম। ছবি : বাংলাদেশ পুলিশ

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়াসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।

ব্রিফিং প্যারেডে অংশ নেওয়া পুলিশ সদস্যগণের একাংশ। ছবি : বাংলাদেশ পুলিশ
শেরপুর পুলিশ লাইনসে উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ছবি : বাংলাদেশ পুলিশ