জয় উদযাপন করছেন মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

মেহেদী হাসান মিরাজের বীরত্বে ভারতকে ১ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এর ফলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।

রোববার (৪ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক লিটন দাস।

প্রথমে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। টাইগার বোলারদের তোপে মাত্র ১৮৬ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। কে এল রাহুল ভারতের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন। সাকিব আল হাসান ৩৬ রানে ৫ উইকেট এবং এবাদত ৪৭ রানে ৪ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। এরপর অধিনায়ক লিটন ও সাকিব ৪৮ রানের জুটি গড়ে বাংলাদেশকে খেলায় ফেরান। কিন্তু তাঁরা দুজন বিদায় নিলে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। এক পর্যায়ে ১৩৬ রান তুলতেই ৯ উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। সেখান থেকে ৫১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বাংলাদেশকে জয় উপহার দেন মিরাজ ও মোস্তাফিজ। ৩৮ রানে অপরাজিত থাক মিরাজ ম্যাচসেরা নির্বাচিত হন।

আগামী ৭ ডিসেম্বর একই স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।