বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মেকি। ছবি : সংগৃহীত

বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মেকি (৬৪) মারা গেছেন। স্থানীয় সময় শনিবার (২৬ নভেম্বর) তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আনাতোলি গ্লাজ। খবর সিনহুয়ার।

২০১২ সাল থেকে বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন ভ্লাদিমির মেকি। এর আগে তিনি প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এবং প্রেসিডেন্ট চিফ অব স্টাফের সহযোগী হিসেবে কাজ করেন।

পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মেকির মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। সোমবার মিনস্কে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে মেকির বৈঠকের কথা ছিল।