রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ডিক্রি জারির পর ২ লাখ মানুষ সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। খবর যুগান্তরের।

দুই সপ্তাহ আগে ভ্লাদিমির পুতিন রিজার্ভ সেনা (আংশিক) জড়ো করার ডিক্রি জারি করেন।

এরপর প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু জানান, প্রেসিডেন্টের ডিক্রি অনুযায়ী ইউক্রেনে যুদ্ধ করতে তিন লাখ মানুষকে জড়ো করা হবে।

২ লাখ মানুষ সেনাবাহিনীতে যোগ দেওয়ার বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, আজ পর্যন্ত ২ লাখেরও বেশি মানুষ সেনাবাহিনীতে যোগ দিয়েছে। আটটি প্রশিক্ষণ মাঠ এবং ছয়টি প্রশিক্ষণ কেন্দ্রে এসব সেনাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।