পূজামণ্ডপ পরিদর্শনের সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)। ছবি : সিএমপি

শারদীয় দুর্গাপূজার মহানবমীতে নগরীর পাঁচলাইশ থানায় অবস্থিত কালী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)।

সিএমপির অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, পূজামণ্ডপ পরিদর্শনের সময় সিএমপি কমিশনার উপস্থিত দর্শণার্থীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। তিনি মণ্ডপের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

ওই সময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।