বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন ফিউচার ট্যুর প্রোগ্রামকে (এফটিপি) দেশের জন্য বড় অর্জন হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বিশেষ করে ক্রিকেট বিশ্বের সব দল টাইগারদের বিপক্ষে খেলার আগ্রহ দেখিয়েছে।

সর্বশেষ ঘোষিত এফটিপি ২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত চলবে। এ সময়ে বাংলাদেশ ৩৪টি টেস্ট, ৫৯টি ওয়ানডে এবং ৫৭টি টি-টোয়েন্টি খেলবে। তিনটি ফরম্যাট মিলিয়ে ১৫০টি ম্যাচ এই চক্রে যেকোনো দলের জন্য সর্বোচ্চ। খবর বাসসের।

আজ বিসিবি সভাপতি বলেন, ‘এখন এফটিপিতে আমাদের সবচেয়ে বেশি ম্যাচ আছে। এটা অবিশ্বাস্য। আমরা ভাগ্যবান।

‘কোচিং স্টাফদের কথা ভাবুন। শুধু ক্রিকেটারদের নয়, কেউ নিশ্বাস নেওয়ার সময় পাবে না। আমরা যেসংখ্যক ম্যাচ পেয়েছি, তাতে অনেক কিছুই প্রমাণিত হয়েছে। আইসিসি বা অন্য দেশগুলো এখন বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে। তারা আমাদের সঙ্গে খেলতে চায়।’