এপিবিএনের অভিযানে উদ্ধার অপহৃত ব্যক্তি। ছবি: বাংলাদেশ পুলিশ।

কক্সবাজারের টেকনাফের ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা অভিযান চালিয়ে সন্ত্রাসীদের হাতে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করেছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার সময় অপহৃতকে উদ্ধার করা হয়।

এপিবিএন সূত্রে জানা গেছে,
গত ১৩ আগস্ট রাত দেড়টার সময় টেকনাফের আলিখালী ক্যাম্প-২৫ এলাকা থেকে মো. মাহমুদুল হক (৩৫) নামে রোহিঙ্গা ব্যক্তিকে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তার নিজ শেডের সামনে থেকে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়। গোপন সূত্রে এ খবর পেয়ে আলীখালী এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স সকল স্থানে অভিযান চালায়।

এক পর্যায়ে আজ সকাল সাড়ে ৯টার সময় ডি/২০ ব্লক সংলগ্ন পাহাড়ের পাদদেশ থেকে অপহৃতকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপহরণের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেপ্তারে এপিবিএনের অভিযান
অব্যাহত রয়েছে।