জাতীয় শোক দিবসে নোয়াখালীর কে.জি স্কুলে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন হয়। ছবি: পুলিশ নিউজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে নোয়াখালীর কে.জি স্কুলে।

একই প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নার ও লাইব্রেরির ফলক উন্মোচনও করা হয়।

জাতীয় শোক দিবসে নোয়াখালীর কে.জি স্কুলে লাইব্রেরির ফলক উন্মোচন করা হয়। ছবি: পুলিশ নিউজ

অনুষ্ঠানের উদ্বোধন করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম, পিপিএম। বিশেষ অতিথি ছিলেন পুনাক, নোয়াখালীর সভানেত্রী সীমা পারভীন নিশি।
জাতীয় শোক দিবসে নোয়াখালীর কে.জি স্কুলে রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ছবি: পুলিশ নিউজ

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের বিভিন্ন পদের কর্মকর্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কে.জি স্কুল নোয়াখালীর প্রধান শিক্ষক আ.ফ.ম রহমত উল্লাহ্।

অনুষ্ঠানে ‘ছোটবেলায় বঙ্গবন্ধু’ শিরোনামে রচনা প্রতিযোগিতা হয়। এতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।