জব্দ করা গাঁজা ও ফেনসিডিল। ছবি : ডিএমপি

রাজধানীর রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা, ২০০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগ।

ডিএমপি জানায়, বুধবার (১০ আগস্ট) বিকেলে রমনা থানাধীন মগবাজারের জনতা ব্যাংকের সামনে থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. ইকবাল হোসেন, ইমরান হোসেন শুভ ও মো. শাকিবুল ইসলাম।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার মিশু বিশ্বাস পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আসামিদের গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

আসামিদের বিরুদ্ধে রমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।