ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে একটি শপিং মলে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। স্থানীয় সময় ৩ জুলাই এ ঘটনা ঘটে। হামলায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, হামলার পর এক টুইটবার্তায় কোপেনহেগেন পুলিশ জানিয়েছে, ওই শপিং মল ঘিরে পুলিশ মোতায়েন করা হয়েছে।

হামলার পরের বেশকিছু ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। সেগুলোতে আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ডেনমার্কের সম্প্রচারমাধ্যম ডিআরের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুলির শব্দ শোনার পর ওই শপিং মল থেকে ১০০ জনের বেশি মানুষকে ছুটে বের হতে দেখা গেছে।