কেএমপি কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা সভায় সভাপতিত্ব করেন। ছবি : বাংলাদেশ পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় কেএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত পুলিশ সদস্যগণের একাংশ। ছবি : বাংলাদেশ পুলিশ।

সভার শুরুতে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার ও শ্রেষ্ঠ ট্রাফিক পুলিশ সার্জেন্টগণকে নগদ অর্থ পুরস্কার হিসেবে প্রদান করেন কেএমপি কমিশনার।
এক পুলিশ সদস্যের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। ছবি : বাংলাদেশ পুলিশ

সভায় মুলতবি মামলার দ্রুত নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল বাড়ানো, মাদকদ্রব্য উদ্ধার, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মহানগর এলাকায় ছিনতাই রোধ, জাল টাকার বিস্তার রোধ এবং গবাদিপশুর হাটের অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন কেএমপি কমিশনার।
এক পুলিশ সদস্যের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। ছবি : বাংলাদেশ পুলিশ

কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এস এম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম বিপিএম, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি এম নুরুজ্জামান বিপিএম, ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ পিপিএম, ডেপুটি পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ তাজুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার মো. কামরুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানাসহ অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ, অফিসার ইনচার্জবৃন্দ এবং পুরস্কারপ্রাপ্ত পুলিশ অফিসারবৃন্দ সভায় উপিস্থিত ছিলেন।
এক পুলিশ সদস্যের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। ছবি : বাংলাদেশ পুলিশ