করোনাভাইরাস I প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৯০২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ৫৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে রোববার (৩ জুলাই) বিকেলে এ তথ্য জানানো হয়। খবর দ্য ডেইলি স্টারের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১ হাজার ৬০৫ জন ঢাকা বিভাগের, ১১৮ জন চট্টগ্রাম বিভাগের, ৪৮ জন রাজশাহী বিভাগের, ১৩ জন ময়মনসিংহ বিভাগের, ৬১ জন বরিশাল বিভাগের, ৩৮ জন খুলনা বিভাগের, ৬ জন সিলেট বিভাগের এবং ১৩ জন রংপুর বিভাগের।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৭৮ হাজার ৬৮৯ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছে ২৯ হাজার ১৬২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩০৭ জন সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ হলো ১৯ লাখ ৮ হাজার ২৯৭ জন।