প্রতীকী ছবি

রাজধানীর গুলিস্তান থেকে মাদারীপুর জেলার শিবচর থানার হত্যা মামলার এজাহারনামীয় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ। তাঁর নাম আরমান শেখ। খবর ডিএমপি নিউজের।

গোয়েন্দা রমনা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়িচুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার জাবেদ ইকবাল বলেন, ২৩ নভেম্বর বেলা ২টা ২০ মিনিটে দাদন চোকদারকে গ্রেপ্তার হওয়া আসামিসহ অন্যান্য লোকজন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাইয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে শিবচর থানায় হত্যা মামলা হয়।

জাবেদ ইকবাল বলেন, শিবচর থানা-পুলিশ হত্যা মামলার এজাহারনামীয় মূল অভিযুক্তকে গ্রেপ্তার সহায়তা চেয়ে গোয়েন্দা রমনা বিভাগে অধিযাচনপত্র দাখিল করে। অতঃপর গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে রাজধানীর গুলিস্তান কাপ্তান বাজার এলাকা থেকে গোয়েন্দা রমনা বিভাগ ও শিবচর থানা-পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে আরমানকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে শিবচর থানার পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে বলে গোয়েন্দা এ কর্মকর্তা জানান।