সার্জেন্ট ইমরানুজ্জামানের হাতে পুরস্কার তুলে দেন সিএমপির কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম। ছবি : সিএমপি

চট্টগ্রামের ওয়াসা মোড়ে ৬ নভেম্বর দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট ইমরানুজ্জামান। এ সময় ওয়্যারলেসের মাধ্যমে সংবাদ পান, জিইসি থেকে একজন নারীর স্বর্ণের চেইন ছিনিয়ে মাইক্রোবাস নিয়ে পালাচ্ছে একদল ছিনতাইকারী।

সেই সংবাদ পেয়ে ঝুঁকি নিয়ে মাইক্রোবাসে থাকা ছিনতাইকারীদের ধরতে রাস্তায় ছুটে যান তিনি। ছিনতাইকারীরা বুঝতে পারে, তাদের পথ বন্ধ হয়েছে। এরপর দ্রুতগতিতে পালাতে গিয়ে রাস্তায় থাকা বেশ কিছু যানবাহনে ধাক্কা দেয় সেই মাইক্রোবাস।

তবে নাছোড়বান্দা সার্জেন্ট ইমারুনুজ্জামানও। তিনি আশপাশে থাকা গাড়িচালকদের সহযোগিতায় মাইক্রোবাসটি আটকান। এরই মধ্যে মাইক্রোতে থাকা ছিনতাইকারীদের কয়েকজন পালিয়ে গেলেও চালককে আটক করেন তিনি।

অপরাধ দমনে এই সাহসিকতার স্বীকৃতিস্বরূপ সার্জেন্ট ইমরানুজ্জামানকে পুরস্কৃত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম।

আজ রোববার (২৮ নভেম্বর) দামপাড়ায় অবস্থিত সিএমপির সদর দপ্তরে সার্জেন্ট ইমরানুজ্জামানের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সিএমপির অফিশিয়াল ফেসবুক পোস্টের এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন প্রমুখ।