রাজধানীর চকবাজারে পুলিশের ওপর হামলা ও কর্তব্য পালনে বাধা দেওয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার (১৫ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে চকবাজার থানার নূর ফাতাহ্ লেন এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন মো. মহসীন, মো. হযরত আলী, ইকবাল হোসেন, জুবায়ের ও আব্দুর রহমান।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইউম বলেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য চকবাজার নূর ফাতাহ্ লেন রাস্তার মাথায় জড়ো হয় দুর্বৃত্তরা। বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর হামলা করে। তাদের ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করলে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ এবং ভাঙচুর করা হয়। পরে শটগান ও গ্যাসগান ফায়ার করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় পুলিশের দুই সদস্য আহত হন।

আসামিদের বিরুদ্ধে চকবাজার থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।