৯ এপিবিএনের অভিযানে সরঞ্জামসহ গ্রেপ্তার ব্যক্তিদের একজন। ছবি: বাংলাদেশ পুলিশ

চট্টগ্রামের বিভিন্ন স্থানে ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অভিযানে অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। ওই সময় ছয়জনকে নানা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।

৯ এপিবিএন সূত্রে জানা যায়, জুন মাসব্যাপী চলা এসব অভিযানে ১১টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ভুলবশত ভুল বিকাশ নম্বরে চলে যাওয়া ৫ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়েছে। অন্যদিকে ২৪০টি ইয়াবা বড়ি, ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ২৯০ টাকা, মাদক চোরাকারবারের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনসহ চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় এজাহার করে ছয়টি নিয়মিত মামলায় ছয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া চারটি যৌথ চেকপোস্ট পরিচালনা করে সড়ক পরিবহন আইনে তিনটি মামলা এবং পাঁচটি গাড়ি আটক এবং নগদ ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।