ট্রাফিক পুলিশের বিচক্ষণতায় উদ্ধার হওয়া দুই শিশু। ছবি: বাংলাদেশ পুলিশ

ট্রাফিক পুলিশের বিচক্ষণতায় নিজ বাসায় ফিরে গেছে পথহারা দুটি শিশু।

আজ মঙ্গলবার ট্রাফিক মতিঝিল বিভাগের মতিঝিল ট্রাফিক জোনের মেয়র হানিফ ফ্লাইওভারের গুলিস্তান এলাকায় আনুমানিক বিকেল সাড়ে চারটার দিকে দুই শিশুকে ক্রন্দনরত অবস্থায় ঘোরাফেরা করতে দেখেন পুলিশ পরিদর্শক মোহাম্মদ মেজবাহ উদ্দীন। পরবর্তী সময়ে তাদের ট্রাফিক বক্সে নিয়ে জিজ্ঞাসায় জানা যায়, শিশুদ্বয়ের নাম গোলাম রহমান (১৩) ও মো. মাহিম (১২)। উভয়ই চাঁদপুর তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। আজ সকাল সাতটায় তারা মাদ্রাসা থেকে পালিয়ে লঞ্চে করে সদরঘাট এসে পথ হারিয়ে গুলিস্তানে চলে আসে। তৎক্ষণাৎ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মেজবাহ উদ্দীন শিশুদ্বয়ের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে ক্ষুধার্ত ও অসহায় শিশুদের খাবারের ব্যবস্থা করেন।

পরবর্তী সময়ে সার্জেন্ট আহাদ বক্স ফাঁড়ির এটিএসআই শওকতের উপস্থিতিতে শিশুদের তাদের নিজ নিজ অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।