দিনাজপুরে ডিবির অভিযানে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

ফেসবুকে দিনাজপুর জেলা পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তর ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ভুয়া পেইজ ও আইডি খুলে প্রতারণা করে আসছিলেন এক যুবক। তবে শেষরক্ষা হয়নি তাঁর। দিনাজপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) দিনাজপুর শহরের বড়বন্দর যোগের বাবুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৩০ জুন (রোববার) তাঁকে গ্রেপ্তার করেছে।

দিনাজপুর পুলিশের সদর সার্কেল কার্যালয়ে ১ জুলাই (সোমবার) প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন বলেন, জেলা পুলিশের নামে ফেসবুক পেইজ খুলে এতিমখানা ও মাদরাসার নামে আর্থিক সহায়তা চেয়ে বিজ্ঞপ্তি দেন ওই যুবক। বিষয়টি নজরে এলে সাইবার ক্রাইম ইউনিট ও ডিবি টিম নজরদারিতে রেখে আসামি শনাক্ত করে তাকে গ্রেপ্তার করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আসামির মোবাইল ফোন তল্লাশি করে জেলা পুলিশসহ নারী ও ব্যবসাপ্রতিষ্ঠানের নামে ১৫টি আইডি লগইন অবস্থায় পাওয়া গেছে। দিনাজপুরের বিশিষ্টজনদের নামে আইডি খুলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহ করে প্রতারণা করে আসছিলেন তিনি।