টেকনাফ নৌ ফাঁড়ির অভিযানে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি: বাংলাদেশ পুলিশ

প্রায় ৪৮ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জালের পাশাপাশি ১৪০ কেজি জাটকা জব্দ করেছে কক্সবাজারের টেকনাফ নৌ পুলিশ ফাঁড়ি।

মেঘনা নদী ও এর বিভিন্ন শাখায় সোমবার অবৈধ জালবিরোধী অভিযান চালিয়ে এই জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১৪ লাখ ৫৫ হাজার টাকা।

জব্দ করা ১৪০ কেজি মাছের আনুমানিক মূল্য ৪২ হাজার টাকা।

জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছগুলো অসহায় ও গরিবদের মধ্যে বিতরণ করা হয়।