হারানো ফোন ও টাকা মালিকদের হস্তান্তর করেন ২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান। ছবি : বাংলাদেশ পুলিশ

হারানো ৬০টি মোবাইল ফোন, ভুল বিকাশ নম্বরে চলে যাওয়া ১৩ লাখ ১২ হাজার ২৫০ টাকা এবং ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়েছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বান্দরবান।

সোমবার (১ জুলাই) নিজ কার্যালয়ে এসব ফোন ও টাকা মালিকদের কাছে হস্তান্তর করেন ২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান।

২ এপিবিএন জানায়, মোবাইল ফোন হারানো, ভুল বিকাশ নম্বরে টাকা চলে যাওয়া এবং ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় দেশের বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তদন্তের একপর্যায়ে এসব ফোন, টাকা ও অ্যাকাউন্ট উদ্ধার করে ২ এপিবিএনের সাইবার ক্রাইম সেল। হারানো ফোন ও টাকা পেয়ে এপিবিএনকে ধন্যবাদ জানান ভুক্তভোগীরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন ২ এপিবিএন বান্দরবান ইউনিটের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মো. আমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক এ এস এম সামছুদ্দিন, অপারেশন শাখার ইনচার্জ এসআই মাইকেল বনিক, সাইবার ক্রাইম সেলের ইনচার্জ এএসআই কামরুল হাসান ও এএসআই রবিউল করিম সিকদার এবং ইন্টেলিজেন্স উইংয়ের ইনচার্জ এএসআই নুর আলম।