পুলিশি হেফাজতে উদ্ধার হওয়া সাত ছাত্র। ছবি : বাংলাদেশ পুলিশ

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে মেঘনা নদীতে বিকল হওয়া নৌকা থেকে সাত ছাত্রকে উদ্ধার করেছে চাঁদপুর নৌ পুলিশ।

রোববার (৩০ জুন) জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জুয়েল রানা নামের এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তাঁরা সাত বন্ধু চাঁদপুরের বড় স্টেশন ঘাট থেকে নৌকায় চড়ে মেঘনা নদীতে ঘুরতে যান। কিছু দূর যাওয়ার পর নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর নদীর স্রোতে ভেসে চাঁদপুরের বহরিয়া এলাকাসংলগ্ন মেঘনা নদীতে আটকে পড়ে নৌকাটি। এমন পরিস্থিতিতে পুলিশের সহায়তা চান তিনি।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, জাতীয় জরুরি সেবার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি চাঁদপুর নৌ থানা-পুলিশকে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই সাত ছাত্রকে উদ্ধার করা হয়।