কুড়িগ্রামে পুলিশের সঙ্গে বার কাউন্সিলের প্রীতি ক্রিকেট ম্যাচের পর পুরস্কার বিতরণের একটি মুহূর্ত। ছবি: বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো পুলিশের সঙ্গে বার কাউন্সিল প্রীতি ক্রিকেট ম্যাচ।

আজ শুক্রবার বেলা তিনটার দিকে এ ম্যাচ শুরু হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) রুহুল আমীনের সঙ্গে খেলায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম, কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান, উলিপুর থানার ওসি গোলাম মুর্তজা, টিআই (এডমিন) বানিউল আনামসহ জেলা পুলিশের অন্য সদস্যরা।

মনোমুগ্ধকর ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই প্রীতি ম্যাচে বিজয়ী হন বার কাউন্সিল থেকে অংশগ্রহণকারী খেলোয়াড়েরা।

বার কাউন্সিলের পক্ষে খেলায় অংশগ্রহণকারী খেলেয়াড়দের শুভেচ্ছা মেডেল পরিয়ে দেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।
অন্যদিকে জেলা পুলিশের পক্ষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের শুভেচ্ছা মেডেল পরিয়ে দেন বার কাউন্সিলের সভাপতি খোরশেদ আলম এবং সেক্রেটারি নাজমুল ইসলাম।