এপিবিএনের হেফাজতে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

ঢাকার উত্তরার ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন
(এপিবিএন) অভিযান চালিয়ে এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে।

গতকাল ২৭ জুন সন্ধ্যায় ১২ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (ইন্টেলিজেন্স/অপস্) সৈয়দ সহিদ আলমের নেতৃত্বে একটি অপারেশনাল টিম ঢাকা মহানগরের দক্ষিণখান থানাধীন এলাকায় ওয়ারেন্ট তামিলের জন্য বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় ব্র্যাক ব্যাংক লি., গুলশান শাখা থেকে তিন লাখ টাকা ঋণ আত্মসাতের অর্থজারি মোকদ্দমা নং-৯০/২২ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রুবেল মিয়াকে দক্ষিণখান থানাধীন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিকে দক্ষিণখান থানার জিডি নং ১৩৬৬ তারিখ ২৭/০৬/২৪ খ্রি. মূলে থানায় হস্তান্তর করা হয়েছে।