নেত্রকোনা জেলা পুলিশের অভিযানে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

নেত্রকোনার মোহনগঞ্জে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা মামলার আসামিকে সুনামগঞ্জের দিরাই থেকে গ্রেপ্তার করেছে নেত্রকোনা জেলা পুলিশ।

১৭ ঘণ্টার টানা অভিযানে বৃহস্পতিবার বিকেল চারটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ জানায়, ২৩ জুন মোহনগঞ্জের সোয়ায়ের ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামের অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে ছুরি দিয়ে গুরুতর জখম করেন যুবক উত্তম দাস। এ ঘটনায় ভুক্তভোগীর মায়ের মামলার পরিপ্রেক্ষিতে যুবককে গ্রেপ্তার করে নেত্রকোনা জেলা পুলিশ।