পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার সদস্যরা। জব্দ করা হয়েছে চারটি ছোরা।

বুধবার (২৬ জুন) নগরীর কোতোয়ালি থানাধীন চট্টগ্রাম নতুন রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. মামুন (২৮), মো. শহিদুল ইসলাম জিসান (২৯), মো. সজীব (২৭), মো. শাকিল (২৪) ও সাঈদ হোসেন (২৪)।

সিএমপির সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) অতনু চক্রবর্ত্তী জানান, সংশ্লিষ্ট আইনে মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।