কেএমপির লোগো। ছবি: বাংলাদেশ পুলিশ

এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে বুধবার কিছু নির্দেশনাসংবলিত আদেশ জারি করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

ওই আদেশে বলা হয়, আগামী ৩০ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত ২০২৪ সালের এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা চলাকালীন নিম্নলিখিত আদেশ বলবৎ থাকবে।
১. পরীক্ষার দিন সকাল ৮টা থেকে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের চারপাশে ২০০ গজের মধ্যে পাঁচ বা তার বেশি ব্যক্তির একত্রে ঘোরাফেরা ও মিছিল করা যাবে না।

২. পরীক্ষাকেন্দ্র এলাকায় কেউ কোনো ধরনের অস্ত্রশস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্য বা ওই জাতীয় কোনো পদার্থ বহন করতে পারবেন না।

৩. পরীক্ষাকেন্দ্র এলাকায় কেউ কোনো ধরনের লাউড স্পিকার বা ওই জাতীয় কোনো যন্ত্র দিয়ে উচ্চ স্বরে কোনো শব্দ করতে পারবেন না।