কেএমপির অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্যের একাংশ। ছবি: বাংলাদেশ পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ৭২টি ইয়াবা বড়ি, ১০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মহানগরের সোনাডাঙ্গা মডেল ও দৌলতপুর থানা এলাকায় ২৪ ঘণ্টার অভিযানে শুভ মোল্লা (২৩), ইমদাদ কাজী (৩৬) ও ইমামুল মোল্যা ওরফে ইমাকে (৩২) গ্রেপ্তার করা হয়।

ওই তিনজনের নামে সংশ্লিষ্ট থানায় তিনটি মামলা করা হয়েছে।