পুলিশের হেফাজতে গ্রেপ্তার মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানার পুলিশ অভিযান চালিয়ে ২৩ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

ভূরুঙ্গামারী থানা-পুলিশের একটি চৌকস টিম সম্মানিত স্থানীয় নাগরিকদের সহায়তায় ২৬ জুন রাত ১২টা ১০ মিনিটে ভূরুঙ্গামারী থানাধীন বারুইটারী সুধাংসু মোড় এলাকা থেকে পশ্চিম বাগভান্ডার এলাকার মাদক কারবারি মো. জিয়ারুল ইসলাম ওরফে জুম্মানকে (২৫) একটি মোটরসাইকেলে মাদক পরিবহনের সময় ২৩ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ।

জুম্মানের বিরুদ্ধে বগুড়া জেলার নন্দীগ্রাম থানায় আগের ১টি মাদক মামলা রয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন বলেন, ভূরুঙ্গামারীতে ২৩ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। মাদক নির্মূলে আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।