মেহেরপুরের গাংনীর ধলা পুলিশ ক্যাম্পের অভিযানে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৬ জুন) রাত ৮টা ৫০ মিনিটে কাথুলী ইউনিয়নের গাড়াবাড়িয়া বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গাংনীর ধলা পুলিশ ক্যাম্পের এসআই আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন পাহারা ও অভিযান ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে সবুজ ইসলাম (২৪) নামের মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গাংনী উপজেলার রাধাগোবিন্দপুর ধলা গ্রামের বাবর আলীর ছেলে সবুজ।

এ সময় তাঁর কাছ থেকে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তাঁর বিরুদ্ধে থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।