পুলিশের হেফাজতে গ্রেপ্তার দুই মাদক কারবারি ও উদ্ধার করা মদের বোতল। ছবি: বাংলাদেশ পুলিশ

শেরপুুর জেলার নালিতাবাড়ী থানার পুলিশ ৬৯ বোতল ভারতীয় মদসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে।

নালিতাবাড়ী থানা-পুলিশের একটি চৌকস টিম ২৬ জুন দিবাগত রাত পৌনে ৩টার সময় সমশ্চূড়া এলাকা থেকে ৭৯ বোতল ভারতীয় মদ (ম্যাজিক মোমেন্ট ৭৫০ এমএল ৩৫ বোতল, ৩৭৫ এমএল ৪৪ বোতল)সহ মো. মোতালেব (৪৫) ও মোহাম্মদ আলী (৩৫) নামের দুই মাদক কারবারিকে আটক করে।

আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।