রৌমারী থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার মামুন মিয়া। ছবি: সংগৃহীত

নরসিংদীর চাঞ্চল্যকর কান্তা হত্যার দীর্ঘদিনের পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে রৌমারী থানা-পুলিশ।

গতকাল বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) রুহুল আমীন।

তিনি বলেন,নরসিংদী জেলার চাঞ্চল্যর কান্তা হত্যার মূল হোতা দীর্ঘদিনের পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রৌমারী থানাধীন রতনপুর গ্রামের মামুন মিয়াকে গ্রেপ্তার করেছে রৌমারী থানার একটি চৌকস পুলিশ টিম।

কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো.সাজ্জাদ হোসেনের সহযোগিতায় রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো.মমিনুল ইসলামের নেতৃত্বে রৌমারী থানার একটি পুলিশ টিম দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রমের পর বুধবার দুপুরে রৌমারী থানাধীন তুরারোড এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মামুন মিয়াকে গ্রেপ্তার করে।

নরসিংদীর মার্জিয়া আক্তার কান্তার হত্যাকাণ্ডের বিষয়টি ২০১ঌ সালের একটি আলোচিত ঘটনা। সূত্র: চ্যানেল৬৯