পুলিশি হেফাজতে আসামি এবং জব্দ করা চোরাই পণ্যবাহী পিকআপ ভ্যান। ছবি : বাংলাদেশ পুলিশ

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে অবৈধ ভারতীয় পণ্য, পিকআপ ভ্যানসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৬ জুন) সকালে নগরীর কোতোয়ালি থানাধীন কুমারপাড়া পয়েন্টের ইউএসবি কুরিয়ার সার্ভিসের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি মো. মঈন উদ্দিনের (২৫) বাড়ি সিলেটের জৈন্তাপুর থানা এলাকায়।

এসএমপি ডিবি জানায়, জব্দ করা ভারতীয় পণ্যের আনুমানিক দাম ২৯ লাখ টাকা। আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।