পুলিশি হেফাজতে আসামিরা এবং জব্দ করা ইয়াবা বড়ি। ছবি : বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর ও দক্ষিণ বিভাগের অভিযানে ৫ হাজার ২০০টি ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত মঙ্গলবার (২৫ জুন) রাতে নগরীর আকবর শাহ থানাধীন সিডিএ আবাসিক এলাকা-সংলগ্ন চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. আবুল কাশেম (৩৪) ও ইয়াসমিন আক্তার রেশমী (১৯)।

সিএমপি ডিবির (উত্তর-দক্ষিণ) উপপুলিশ কমিশনার মোসা. সাদিরা খাতুন জানান, আকবর শাহ থানায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।