পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার অভিযানে ২১ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত মঙ্গলবার (২৫ জুন) রাতে এয়ারপোর্ট থানাধীন বড়শালার ফরিদাবাদ আবাসিক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকার মাজাহারুল ইসলাম (৩০) এবং ঢাকার দক্ষিণখান থানা এলাকার শাহীন ইসলাম আল আমিন (২২)।

উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদির জানান, এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।