দেবীদ্বার থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রতারক চক্রের সদস্য। ছবি: বাংলাদেশ পুলিশ

কুমিল্লার দেবীদ্বার থানা-পুলিশ অভিযান চালিয়ে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার আসামির নাম মিজানুর রহমান (৩৮)।

জেলা পুলিশ জানায়, দেবীদ্বার থানার ওয়াহেদপুর এলাকার অলি উল্লাহ (৫৪) থানায় অভিযোগ করেন, ১২ জুন বেলা সাড়ে ১২টার দিকে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি গ্রামের চৌকিদার শাহজাহানকে ফোন করে জানান, অলি উল্লাহর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। এরপর অলি উল্লাহ ওই ব্যক্তির ফোন নম্বর চৌকিদারের কাছ থেকে নিয়ে ফোন করেন। এ সময় ওই ব্যক্তি মামলার সমাধানে ১ লাখ টাকা দাবি করেন। অলি উল্লাহ ভয়ে কয়েক দফায় ৫৯ হাজার ৫০০ টাকা বিকাশের মাধ্যমে পাঠান। এরপর থেকে অজ্ঞাতনামা ওই ব্যক্তির খোঁজ মিলছে না।

মামলা হওয়ার পর থানা-পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে ও চান্দিনা থানা-পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য মিজানুরকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।