কুড়িগ্রাম জেলা পুলিশ হাসপাতালে যুক্ত মাল্টিফাংশনাল বেল। ছবি: বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রাম জেলা পুলিশে কর্মরত সব পুলিশ/নন-পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসাসেবা উন্নত করার লক্ষ্যে জেলা পুলিশ হাসপাতালকে কেন্দ্র করে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম পুলিশ হাসপাতালে যুক্ত হয়েছে মাল্টিফাংশনাল আধুনিক মেডিকেল বেড, বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম ও আসবাব।

কুড়িগ্রাম জেলা পুলিশ হাসপাতালের চিকিৎসকেরা। ছবি: বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. আখতারুজ্জামান বলেন, ‘ইতিমধ্যে আমরা পুলিশ হাসপাতালের জন্য উন্নত বেডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম ও আসবাব পেয়েছি। ভবিষ্যতে জেলা পুলিশের সব সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য আমরা খুব তাড়াতাড়ি উন্নত মানের প্যাথলজিক্যাল ল্যাবরেটরি স্থাপন করব।’