দিনাজপুরে বৃদ্ধাকে হত্যার ঘটনায় পুলিশের অভিযানে গ্রেপ্তার আসামিরা। ছবি: বাংলাদেশ পুলিশ

দিনাজপুরের বীরগঞ্জে রেজিয়া খাতুন (৭৫) নামের এক নারীকে গলা কেটে হত্যার ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ ২৫ জুন (মঙ্গলবার) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

নিহত রেজিয়া বীরগঞ্জ থানার ধনগাঁও জুম্মার হাট এলাকার সবদুর মিয়ার স্ত্রী। ৭ জুন নিজ বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার আসামিরা হলেন জাকির হোসেন (২৬), হাসিম মিয়া (৪৩) ও রমজান আলী (২৫)। জাকির ও রমজান সম্পর্কে নিহত রেজিয়ার নাতি।

পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ জানান, ৬ জুন রাতের যেকোনো সময় রেজিয়ার ঘরে ঢুকে ট্রাঙ্কের তালা ভেঙে গরু ও গম বিক্রির ১ লাখ ৭৫ হাজার টাকা, স্বর্ণালংকার ও জমির দলিল চুরি করার চেষ্টা করেন জাকির, হাসিম ও রমজান। তবে রেজিয়ার ঘুম ভেঙে যায়। তিনি সবাইকে চিনে ফেলেন। এর পরপরই আসামিরা ধারালো অস্ত্র দিয়ে রেজিয়াকে গলা কেটে হত্যা করেন। এ ঘটনায় রেজিয়ার ছেলে সুনু মিয়া (৪০) বীরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

পুলিশ সুপার বলেন, মামলার পরপরই কাজে নেমে পড়ে পুলিশ। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রথমে জাকিরকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হাসিম ও রমজানকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও জমির দলিলপত্র উদ্ধার করা হয়েছে।