বাংলাদেশ পুলিশ বেসবল, পেসাপালো, ফুটভলি ও টার্গেটবলে চ্যাম্পিয়ন ডিএমপি দলের সঙ্গে অতিথিরা। ছবি: বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশ বেসবল, পেসাপালো, ফুটভলি ও টার্গেটবলে (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপ-২০২৩-এ সব ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ সোমবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হয় এসব খেলার চূড়ান্ত প্রতিযোগিতা।

এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ পুলিশ বেসবল, পেসাপালো, ফুটভলি ও টার্গেটবল ক্লাবের সভাপতি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথির শুভেচ্ছা বক্তব্যে অতিরিক্ত আইজিপি বলেন, ‘আজকে যে চারটি খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, এ চারটি খেলা গ্রামেগঞ্জে অপরিচিত, কিন্তু ক্রিকেটের মতোও একদিন এ খেলা জনপ্রিয়তা পাবে। এ খেলা চারটি অপরিচিত হলেও মেয়েরাও এখানে অংশগ্রহণ করেছে। এটাও অনেক ভালো লাগার বিষয়।’

তিনি বলেন, ‘খেলাধুলার সাথে আমরা যত বেশি সম্পৃক্ত থাকব, অপরাধ থেকে তত বেশি দূরে থাকব। এ জন্য বর্তমান সরকার বিভিন্নভাবে খেলাধুলাকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করছে। শারীরিকভাবে সুস্থ থাকার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই।’