পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পিকআপের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।

আজ সোমবার (২৪ জুন) সকালে ভাণ্ডারিয়া উপজেলার ভাণ্ডারিয়া-তুষখালী-মঠবাড়িয়া সড়কে দক্ষিণ ইকরি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন গৃহবধূ ঝুমাইয়া আক্তার (৩২) ও শিশুকন্যা হাওয়া (৯)।

আহতরা হলেন ইয়াসিন (৫), মায়া বেগম (৩৫) হাফিজা আক্তার (২৮) ও হোসেন (৩২)। আহতদের প্রথমে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে স্বজনদের বাসে উঠিয়ে দিতে ভাণ্ডারিয়ার ইকরি গ্রামের সাহেববাড়ি নামক স্থানে রাস্তার পাশে বাসের জন্য অপেক্ষায় ছিলেন তাঁরা। এ সময় মঠবাড়িয়ার দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ঝুমাইয়া ও হাওয়া নিহত হন।

ভাণ্ডারিয়া থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, দুর্ঘটনার পর পিকআপটির চালক ও সহকারী পালিয়ে গেছেন। তবে পিকআপটি জব্দ করা হয়েছে। এ ছাড়া পিকআপে থাকা একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। সূত্র: বাংলাদেশ জার্নাল