পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহাসড়কে চাঁদাবাজির সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শিমরাইল হাইওয়ে থানা-পুলিশ।

শনিবার (২২ জুন ২০২৪) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি রিপনের (৪৪) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানাধীন জোনারচর এলাকায়।

শিমরাইল হাইওয়ে থানা-পুলিশ জানায়, আসামির কাছ থেকে চাঁদাবাজির ১ হাজার ২০ টাকা ও চাঁদা আদায়ের রশিদ জব্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।