রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে দুজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ সময় একজনের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। খবর আরএমপি নিউজের।

আরএমপির চন্দ্রিমা থানা ও বেলপুকুর থানা এলাকা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ ও আরএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। ১৮ জুন (মঙ্গলবার) এসব অভিযান পরিচালিত হয়।

আরএমপি জানায়, গ্রেপ্তার আসামিদের মধ্যে একজন পরোয়ানাভুক্ত আসামি। অপরজন মাদকসহ গ্রেপ্তার হয়েছেন। তাঁর কাছ থেকে ৩ দশমিক ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।