ডিবির হেফাজতে গ্রেপ্তার মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ।

ডিবি (উত্তর), টাঙ্গাইলের অভিযানে ১০৮ বোতল বিদেশি মদসহ শীর্ষ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবির একটি চৌকস টিম ১৫ জুন সন্ধ্যা ৭টার দিকে অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনার সময় টাঙ্গাইল সদর থানাধীন এলজিইডি মোড়ে অবস্থানকালে গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, টাঙ্গাইল সদর থানাধীন পশ্চিম আকুর টাকুর পাড়ার হাউজিং সোসাইটির ১৩নং রোডের জনৈক আবিদার বাসার দক্ষিণ পাশের কক্ষে অবস্থান করে একজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রি করছেন।

এ সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ডিবি (উত্তর), টাঙ্গাইলের চৌকস টিমটি ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ১০৮ বোতল বিদেশি মদ উদ্ধার ও একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

উদ্ধার মদের আনুমানিক মূল্য ৩ লক্ষ ৭৮ হাজার টাকা।

গ্রেপ্তার মাদক কারবারি মো. সোহেল রানার (২১), বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।