পুলিশি হেফাজতে আসামি এবং জব্দ করা মদ। ছবি : বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রামের নাগেশ্বরী থানা-পুলিশের অভিযানে ৭৭ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শুক্রবার (১৪ জুন) রাতে নাগেশ্বরী থানাধীন রামখানা ইউনিয়নের ভায়ালটারী গ্রামের নিজ বাড়ি থেকে আসামি মোছা. জান্নাতি বেগমকে গ্রেপ্তার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন জানান, আসামির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা রয়েছে।