এপিবিএনের হেফাজতে গ্রেপ্তার আসামি। ছবি: সংগৃহীত

২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (২ এপিবিএন) অভিযান চালিয়ে ২৮০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, ২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খানের নির্দেশে ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের অপারেশনসের একটি টিম ১৪ জুন বান্দরবান সদর থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করার সময় সদর থানাধীন তালুকদার পাড়া এলাকায় অবস্থান করছিল। বিকেল ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই টিম বান্দরবান জেলার সদর থানাধীন ওয়ার্ড নং ৯ এর টিঅ্যান্ডটি পাড়ার কাছ থেকে মো. আব্দুল নূর তোহান (২৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে। তার হেফাজত থেকে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়।

আসামির বিরুদ্ধে বান্দরবান সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
সূত্র: বিডিটাইমস টোয়েন্টিফোর ডটকম।