ডিএমপি ডিবি উত্তরা বিভাগের অভিযানে উদ্ধারকৃত গাঁজা। ছবি: বাংলাদেশ পুলিশ

রাজধানীর কোতোয়ালি থানাধীন বাদামতলী এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) উত্তরা বিভাগ।

গ্রেপ্তারকৃতের নাম রুহুল আমিন।

অভিযানে নেতৃত্ব দেওয়া বিমানবন্দর জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার সাইফুল আলম মুজাহিদ ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার ঢাকা মহানগরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালীন গোপন সংবাদের ভিত্তিতে তথ্য আসে, কিছু মাদক কারবারি কোতোয়ালি থানার বাদামতলী এলাকায় মাদক নিয়ে অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালানো হয়। অভিযানে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ১০ কেজি গাঁজাসহ রুহুলকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেপ্তারকৃত রুহুল গাঁজা বিক্রির জন্যই বাদামতলীর হাজী আফসার করিম মার্কেটের সামনে অবস্থান করছিলেন।

গ্রেপ্তারকৃতের নামে ডিএমপির কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে বলে জানান ডিবির এ কর্মকর্তা।