রাজশাহী মহানগরীতে জুয়ার আসরে ডিবির অভিযানে গ্রেপ্তার আসামিরা। ছবি: বাংলাদেশ পুলিশ

রাজশাহী মহানগরীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ সাতজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আরএমপির মতিহার থানার খোজাপুর জাহাজঘাট এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

গ্রেপ্তার আসামিদের নাম মো. মিলন (৩০), মো. নবিরুল ইসলাম (৩০), মো. বরজাহান (৫৭), মো. সম্রাট আলী (২৮), মো. আলমগীর হোসেন (৪৮), মো. জিয়ারুল ইসলাম (৩৫) ও মো. মিজানুর রহমান (২২)। তাঁরা সবাই মতিহার থানার খোজাপুর এলাকার বাসিন্দা।

আরএমপি জানায়, ৩০ মে (বৃহস্পতিবার) রাত সাড়ে ৮ টার দিকে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মতিহার থানার খোজাপুর জাহাজঘাট এলাকায় অভিযান চালিয়ে ওই সাতজনকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে মতিহার থানায় মামলা হয়েছে।