সুনামগঞ্জ ডিবির হেফাজতে গ্রেপ্তার মাদক কারবারি। ছবি : বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জ জেলা ডিবির অভিযানে ১২ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে সদর থানাধীন জয়নগর পূর্বপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারি হলেন সুনামগঞ্জ সদর থানার জয়নগর নতুনপাড়া গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে চেরাগ আলী (৬৭)। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

জানা যায়, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মাসুদ রানা বিশ্বাস ও এএসআই নুরুন্নবী মুরল সঙ্গীয় ফোর্সের সহায়তায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।